সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সাবেক সভাপতি নাজির আহমদের ভুয়া কমিটির প্রতারণা; তদন্ত দাবি কেন্দ্রীয় কমিটির

    সাবেক সভাপতি নাজির আহমদের ভুয়া কমিটির প্রতারণা; তদন্ত দাবি কেন্দ্রীয় কমিটির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি: নং-১৫৯৫) এর কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এবিএম সফিউল আলম বুলু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বেপারী।

    সভায় বক্তারা বলেন, সাবেক সভাপতি নাজির আহমদ কেরানী ২০২২ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই সংগঠনের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। নৌ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশসহ বিভিন্ন দপ্তরের বৈঠকে অংশ না নেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন ঘাট-বন্দরের শ্রমিক সমাবেশেও তার অনুপস্থিতি সংগঠনের মারাত্মক সাংগঠনিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

    বক্তারা অভিযোগ করেন, নাজির আহমদকে একাধিকবার নোটিশ দিয়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হলেও তিনি কোনো সাড়া দেননি। ফলে গঠনতন্ত্র ও শ্রম আইনের আলোকে ২১ জানুয়ারি ২০২৪ তারিখে এক সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং সহ-সভাপতি এবিএম সফিউল আলম (বুলু) কে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়।

    তবে সম্প্রতি সাবেক সভাপতি নাজির আহমদ, নৌযান শ্রমিকলীগের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ট্রলার শ্রমিক ইউনিয়নের সংগঠক আনিসুর রহমানসহ কিছু বহিরাগতকে নিয়ে একটি ভুয়া কমিটি গঠন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করা হয়। ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার, চাঁদাবাজির অপবাদ ও নৌ ডাকাতদের সহযোগিতার মিথ্যা অভিযোগ তুলে সংগঠন ও নেতৃবৃন্দকে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে।

    অথচ নৌ নিরাপত্তা ও ডাকাত প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ফতুল্লা থানা পুলিশ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও নৌ মন্ত্রণালয় থেকে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়েছে।

    সভায় বক্তারা এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ