সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • দোয়ারাবাজারে নাঈম হত্যা:

    আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

    আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নাঈম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

    শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শরীফপুর গ্রামে নিহত নাঈমের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নিহতের মা আমেনা বেগম, অন্তঃসত্ত্বা স্ত্রী লাভনী আক্তার, ফকির মিয়া, রজব আলী, সুরুজ মিয়া, শাহীন মিয়া, শহীদ, ফারুক মিয়া, জহুর আলী মিয়া, ফেরা মিয়া ও রাজু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    বক্তারা অভিযোগ করে বলেন, গ্রামের চলাচলের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে শালিস-বিচার হওয়ার পরও অভিযুক্তরা তা মানেনি। গত সপ্তাহে কথাকাটাকাটির একপর্যায়ে মো. মইন উদ্দিন, আলেক নূর, কাওছার, সাইফুর রহমান, আলী নূর ও আলফাজ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় নাঈম ও তার পরিবারের ওপর।

    এই হামলায় নাঈমকে নৃশংসভাবে হত্যা করা হয়। একই ঘটনায় আরও কয়েকজন আহত হন, যাদের কারও কারও মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে।

    নাঈমের মা আমেনা বেগম বলেন, "আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ এখনো কেউ গ্রেফতার হয়নি। আমরা দ্রুত বিচার ও আসামিদের গ্রেফতার চাই।"

    সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান, নাঈম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।


    নতুন/কাগজ/এনামুল/সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ