সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • হবিগঞ্জে প্রবাহমান নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ:

    ইউপি সদস্য ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

    ইউপি সদস্য ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের প্রবাহমান গুংগাজুরিয়া নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য ও তার ভাইয়ের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এতে করে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, বাড়ছে জলাবদ্ধতার আশঙ্কা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও সাধারণ মানুষ।

    জানা গেছে, ৯ নং পুকড়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল হক এবং তার ভাই শামসুল হক গত কয়েকদিন ধরে এক্সকাভেটর (ভেকু) দিয়ে নদীর পাড় কেটে রাস্তা নির্মাণ করছেন। সরেজমিনে সৈয়দাবাদ আলীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় দেখা যায়, ইউপি সদস্য নিজেই কাজ তদারক করছেন, শ্রমিক ও মেশিন দিয়ে নদী থেকে মাটি কেটে তৈরি করা হচ্ছে কাঁচা রাস্তা। মাটি ট্রাক্টর ও ট্রলির মাধ্যমে নেওয়া হচ্ছে স্থানীয় ইটভাটায়।

    স্থানীয় কৃষকদের অভিযোগ, নদীর পাশের উর্বর ফসলি জমি থেকে নামমাত্র মূল্যে বা ভয়ভীতি দেখিয়ে মাটি সংগ্রহ করা হচ্ছে। বাঁধ দিয়ে তৈরি রাস্তার কারণে বর্ষায় বাড়িতে পানি ঢোকার, জলাবদ্ধতা সৃষ্টি, নৌচলাচল ব্যাহত হওয়া, এমনকি ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই বলছেন, শুষ্ক মৌসুমেও পানি প্রবাহে বিঘ্ন ঘটার কারণে ধান কাটা ও কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

    অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য নুরুল হক বলেন, অল্প কিছুদিনের জন্য এই রাস্তা তৈরি করা হচ্ছে। মাটি নেওয়ার কাজ শেষ হলে বাঁধ কেটে দেওয়া হবে। কৃষকের কোনো ক্ষতি হবে না।

    তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন দে বলেন, নদীর ওপর কেউ ব্যক্তিগতভাবে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করতে পারে না। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে এলাকাবাসী ও পরিবেশ সচেতন মহল বিষয়টিকে পরিবেশ ও নদী আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।


    মোফাজ্জল ইসলাম সজীব, হবিগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ