সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সাভারে চলন্ত বাসে ছিনতাই: তল্লাশিতে আটক ৩ জন

    সাভারে চলন্ত বাসে ছিনতাই: তল্লাশিতে আটক ৩ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারে চলন্ত যাত্রীবাহী বাসে ছিনতাই রোধে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সাভারের ব্যাংকটাউন এলাকায় পুলিশের তল্লাশি চলাকালে ঢাকাগামী মৌমিতা পরিবহন থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন—ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৮), সাভারের আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মো. মামুন হাসান মুন্না (১৯) এবং ময়মনসিংহের পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)।

    পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় একটি তল্লাশি চেকপোস্ট বসানো হয়। সেই সময় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।

    ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, গত তিন মাসে চলন্ত বাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা সাধারণত ব্যাংকটাউন এলাকা অতিক্রম করার পর অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোন ছিনিয়ে নিতো।

    তিনি আরও জানান, আটককৃতরা মূলত বাস চলন্ত অবস্থায় ব্যাংকটাউন পার হওয়ার পরই ছিনতাই কার্যক্রম চালাতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ