সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • রডবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

    রডবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় রডবাহী একটি ট্রাক উল্টে যাওয়ায় প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

    শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত এ যানজট দেখা যায়। সকাল ৮টার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলেও ৯টা পর্যন্ত সড়কে যানজট অব্যাহত ছিল। এখনো ধীরগতিতে চলছে যানবাহন, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

    জানা গেছে, শুক্রবার আনুমানিক ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা ব্রিজের ঢালে জামালদী এলাকায় একটি রডবাহী ট্রাক উল্টে যায়। দুর্ঘটনাকবলিত রডবাহী ট্রাকটি সড়ক থেকে সরাতে দেরি হওয়ায় সড়কে যানজট সৃষ্টি হয়। পরে ট্রাক সরিয়ে নেওয়ার পরও যানবাহনের চাপ ও সড়কের উল্টো পথে গাড়ি চালানোয় যানজট সৃষ্টি হয়।

    কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের বাসচালক বিল্লাল হোসেন বলেন, সকাল ৫টার দিকে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু আলীপুরা এলাকায় এসে তিনি যানজটে আটকা পড়েন। এতে বাসে থাকা যাত্রীরা বিরক্ত হচ্ছেন বলে তিনি জানান।

    ইমরান হোসেন নামে এক বাসের যাত্রী বলেন, আমি দরি বাউশিয়া থেকে সকাল ৬টায় বাসে উঠেছি। ২ ঘণ্টা হলো বাস একই জায়গায় দাঁড়িয়ে। ৩৫ কিলোমিটার মহাসড়ক ৩৫ মিনিটে অতিক্রম করার কথা ছিল। কিন্তু যানজটে আটকা পড়ে অতিরিক্ত সময় ব্যয় হয়েছে।

    ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, এক‌টি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে ছি‌টিয়ে যায়। ফলে ঢাকগামী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।


    জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ