সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সড়কে গর্তের ফাঁদে লেগুনা, নিহত ২ যাত্রী

    সড়কে গর্তের ফাঁদে লেগুনা, নিহত ২ যাত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ড্রেনে একটি যাত্রীবাহী লেগুনা পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে দুইজন যাত্রী নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
    বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন—মো. বদরুল আলম গাজী, যিনি আশুলিয়ার ছয়তলা এলাকার এনভয় গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন এবং মো. হৃদয় মিয়া, ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর।

    দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে জামগড়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।

    আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৃষ্টির পানি জমে ড্রেন এবং নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের গর্ত ঢেকে যায়। ওই পানিতে লেগুনাটি পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। যাত্রীদের মধ্যে ৮-১০ জন ছিল বলে জানা গেছে।”

    নারী ও শিশু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পর ৪ জনকে ভর্তি করা হয়, যাদের মধ্যে ২ জনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা ভালো, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন অংশে পানি জমে যায়। পর্যাপ্ত ড্রেনেজ না থাকায় এবং নির্মাণকাজের কারণে তৈরি গর্তগুলো পানিতে ঢাকা পড়ে যায়, যা এ দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


    সাইদুল আলম তৌহিদ (সাভার)
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ