সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার:

    গৌরীপুরে পহেলা বৈশাখে বিএনপির ব্যতিক্রমী আয়োজন

    গৌরীপুরে পহেলা বৈশাখে বিএনপির ব্যতিক্রমী আয়োজন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পহেলা বৈশাখে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাংলা নববর্ষ উদযাপনের অংশ হিসেবে তারা স্বেচ্ছাশ্রমে একটি কাঁচা রাস্তা মাটি কেটে সংস্কার করেছেন।

    সোমবার (১৪ এপ্রিল) দিনভর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে প্রায় অর্ধকিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কারের কাজ করেন নেতাকর্মীরা। নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

    দীর্ঘদিন ধরে রাস্তার ওই অংশ খানাখন্দে ভরা থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো রামগোপালপুর, গাওরামগোপালপুর, নওয়াগাঁও, ধরুয়া, তেরোশিরা, পাচাশি, রামনাথপুর, পুম্বাইলসহ অন্তত দশটি গ্রামের মানুষকে। বর্ষাকালে সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যেত, যার ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠত।

    স্থানীয়দের এমন কষ্টের কথা শুনেই হিরণ নববর্ষের দিন দলের কর্মীদের নিয়ে নেমে পড়েন সংস্কারকাজে। এলাকাবাসীও তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়ে রাস্তাটি চলাচলযোগ্য করে তোলেন। পরে প্রয়োজনীয় মাটি নিজ খরচে সরবরাহ করে গর্তগুলো ভরাট করেন নেতাকর্মীরা।

    বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, “বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। তাই নববর্ষের প্রথম দিনটি মানুষকে উপহার দিতে স্বেচ্ছাশ্রমে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেই। দ্রুত সড়কটি পাকাকরণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, “আমরা রাস্তার পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং দ্রুত পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।”

    এই উদ্যোগে গৌরীপুরের মানুষ যেমন আনন্দিত, তেমনি রাজনৈতিকভাবে ইতিবাচক দৃষ্টান্তও স্থাপন করেছে গৌরীপুর উপজেলা বিএনপি।


    গৌরীপুর, ময়মনসিংহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ