সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক
  • পঞ্চগড়ে বৈশাখী উৎসবে রঙ ছড়াল বর্ণাঢ্য শোভাযাত্রা

    পঞ্চগড়ে বৈশাখী উৎসবে রঙ ছড়াল বর্ণাঢ্য শোভাযাত্রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পহেলা বৈশাখ উপলক্ষে পঞ্চগড়ে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের উৎসব।

    জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

    শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক সাবেত আলী বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের ১৬টি স্টল অংশ নেয়, যেখানে প্রদর্শিত হয় ঐতিহ্যবাহী ও দেশীয় নানা পণ্য।

    অডিটোরিয়াম চত্বরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদসহ অন্যান্য অতিথিরা।

    পরে আয়োজিত গ্রামীণ খেলাধুলা—যেমন লাঠিখেলা, কাবাডি ও মোরগ লড়াই দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। পুরো আয়োজনে ধরা পড়ে গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং বৈশাখী উৎসবের প্রাণবন্ত আবহ।


    নতুন/কাগজ/লাবলু/পঞ্চগড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ