সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নাটোরে সরিষার তেল উৎপাদনকারী মিলকে বিএসটিআই’র জরিমানা ও মামলা

    নাটোরে সরিষার তেল উৎপাদনকারী মিলকে বিএসটিআই’র জরিমানা ও মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটোরে লাইসেন্স ছাড়াই সরিষার তেল উৎপাদন করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আরোপ করা হয়।

    রোববার (১৩ এপ্রিল) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সরিষার তেলের মান সনদ না থাকায় এবং মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে নাটোর সদরের বড় হরিশপুর এলাকার শরিফুল অয়েল মিলের মালিক প্রোঃ সাইদুর রহমান জনিকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা এবং মামলা দায়ের করা হয়।

    এছাড়া, একই এলাকায় আল-মদিনা ফুড প্রডাক্টস নামক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ টোস্ট বিস্কুট পাওয়ায় সেগুলো ধ্বংস করা হয় এবং চানাচুরের সিএম লাইসেন্স দ্রুত নবায়ন করার জন্য প্রতিষ্ঠানটিকে পরামর্শ দেওয়া হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ শামীম হোসেন। বিএসটিআই রাজশাহী বিভাগের ফিল্ম অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন আদালতকে সহযোগিতা করেন।

    বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ