সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক
  • ফুলবাড়ীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলাল ইয়াবাসহ আটক

    ফুলবাড়ীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলাল ইয়াবাসহ আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি আলাল হোসেন (৩০), ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে।

    শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ, যার বাজারমূল্য আনুমানিক ৭ হাজার ৫০০ টাকা।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাল হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় এর আগে ১০টি মাদক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (১২ এপ্রিল) দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

    ওসি আরও জানান, আলাল একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। পুলিশের নজরে থাকা এ চিহ্নিত অপরাধীকে আইনের আওতায় আনতে পেরে পুলিশ সন্তোষ প্রকাশ করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ