সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক
  • বেকার যুবকদের কর্মসংস্থানে পঞ্চগড়ে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ

    বেকার যুবকদের কর্মসংস্থানে পঞ্চগড়ে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে শুরু হয়েছে দুই দিনব্যাপী মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ কর্মশালা। জেলা প্রশাসন ইকো পার্কের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়।

    কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান।

    জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছুদুল কবির, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

    মাশরুম ও মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন সফল উদ্যোক্তা ও প্রশিক্ষক নজরুল ইসলাম।

    এই কর্মশালায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৫৪ জন বেকার তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

    জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “জেলা প্রশাসন ইকো পার্কে একটি মাশরুম ও মুক্তা চাষ কর্নার স্থাপন করা হবে। এখান থেকে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা স্বনির্ভর হয়ে উঠতে পারে। আশা করছি, এই প্রশিক্ষণের মাধ্যমে পঞ্চগড়ে মাশরুম ও মুক্তা চাষের বিস্তার ঘটবে এবং অংশগ্রহণকারীরাও আর্থিকভাবে স্বাবলম্বী হবেন।”

    অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান বলেন, “রাতারাতি কিছু হয় না। আপনাকে ধৈর্য ধরতে হবে, মাথা খাটিয়ে সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে। শুরুর দিকে লোকসান হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে। একসময় আপনি অবশ্যই সফল হবেন। মাশরুম ও মুক্তা চাষের মতো সম্ভাবনাময় খাতে এখনই হাত লাগাতে হবে।”


    নতুন/কাগজ/লাবলু/পঞ্চগড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ