সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত বাবা;

    হাসপাতালে রেখে পরীক্ষা দিল মেয়ে সেঁজুতি

    হাসপাতালে রেখে পরীক্ষা দিল মেয়ে সেঁজুতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত বাবাকে হাসপাতালে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়েছে মেয়ে সেঁজুতি দাস মম। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লায়।

    বুধবার (১০ এপ্রিল) রাতে সেঁজুতির বাবা সুকান্ত দাস (দোকান মালিক) তার বাসার কাছাকাছি নূর মহলের সামনে ছিনতাইকারীদের হামলার শিকার হন। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। প্রতিরোধের চেষ্টা করলে ছুরিকাঘাতে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সুকান্ত দাস বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    সেঁজুতি দাস বলেন, “আমার বাবার সঙ্গে আমার পরীক্ষাকেন্দ্রে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই বাবা ছিনতাইকারীর হামলার শিকার হন। তারা বাবার মোবাইল ও ব্যাগ নিতে চাইলে তিনি বাধা দেন। তখন ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওরা। আমি এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

    পরিবার সূত্রে জানা যায়, ২০২০ সালে সুকান্ত দাসের গৌরীপুর শহরের পাটবাজার মোড়ে অবস্থিত ‘মম টেলিকম’ দোকানে তিন মাসের ব্যবধানে দুইবার চুরির ঘটনা ঘটে। এরপর থেকে তিনি দামি মোবাইল ও নগদ টাকা ব্যাগে করে বাসায় নিয়ে যেতেন। ঘটনার দিন রাত ১১টার দিকে বাসায় ফেরার সময় নিজ বাসার কাছাকাছি পৌঁছালে ছিনতাইকারীরা তার পথরোধ করে। ব্যাগ না দেওয়ায় ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। এতে তার ডান কানে মারাত্মক জখম হয় এবং ডান হাতে ছুরির আঘাতে গুরুতর ক্ষত হয়। তার মাথার ডান পাশে আঘাতের ফলে প্রায় ৩০টি সেলাই পড়ে।

    গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    এদিকে, বাবার জীবন-মরণ পরিস্থিতির মাঝেও মেয়ে সেঁজুতি দাস মম বৃহস্পতিবার সকালে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দেয়। তার মনোবল ও সাহসিকতা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হচ্ছে।


    নতুন/কাগজ/সফিক/ময়মনসিংহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ