সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • যশোরের মনিরামপুরে মাদকের রমরমা ব্যবসা, বিপর্যস্ত তরুণ প্রজন্ম

    যশোরের মনিরামপুরে মাদকের রমরমা ব্যবসা, বিপর্যস্ত তরুণ প্রজন্ম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ও কুলটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। এই ব্যবসা ও মাদকসেবনের ফলে তরুণ প্রজন্মের এক বড় অংশ অকালে ঝরে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। মাদকে আসক্ত হয়ে তারা জড়িয়ে পড়ছে নানা ধরনের অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে, যা এলাকার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।

    মাদকাসক্তি বলতে বোঝায় এমন এক অবস্থা, যেখানে ব্যক্তি মাদকদ্রব্য গ্রহণে মানসিক ও শারীরিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। এটি মানবদেহ, মন, পরিবার, সমাজ এবং অর্থনীতির উপর চরম নেতিবাচক প্রভাব ফেলে।

    নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচকাটিয়া এলাকার এক বাসিন্দা দৈনিক নতুন কাগজকে জানান, “মাদক শুধু ব্যক্তিকে নয়, একটি গোটা পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি এটি পারিবারিক ও সামাজিক শান্তি বিনষ্ট করে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রোগ্রাম চালু করা জরুরি, যাতে তরুণ প্রজন্ম মাদকের কুফল সম্পর্কে সচেতন হয়ে সঠিক পথ বেছে নিতে পারে।”

    আরও এক সুধীজন জানান, “আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। প্রথমেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদি আমরা এদের আইনের আওতায় আনতে পারি, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

    এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নজরদারির আওতায় এনে কঠোর পদক্ষেপ নিতে হবে। এলাকায় মাদকসেবীদের অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

    তারা আরও বলেন, “প্রত্যেক পরিবারকে নিজ নিজ সন্তানদের ওপর নজর রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। কেউ যদি মাদকের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সংশ্লিষ্ট থানায় খবর দিয়ে তাকে আইনের আওতায় আনা উচিত।”

    এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে জোর অনুরোধ জানানো হয়েছে, যাতে দ্রুত পদক্ষেপ নিয়ে মাদক সমস্যার স্থায়ী সমাধান করা যায়।


    নতুন/কাগজ/দিপু/যশোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ