সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ক্লাস-পরীক্ষা বর্জন এবং ৮ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা

    রাঙ্গামাটি এটিআই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দাবি যৌক্তিক: আহসানুল হক

    রাঙ্গামাটি এটিআই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দাবি যৌক্তিক: আহসানুল হক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর শিক্ষার্থীরা আট দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন এবং অবস্থান কর্মসূচি শুরু করেছে। "ডিপ্লোমা কৃষিবিদ, এক হও লড়াই করো, অধিকার আদায় করো"—এ স্লোগান সামনে রেখে তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। রাঙ্গামাটি এটিআইয়ের উপসহকারী প্রশিক্ষক আহসানুল হক বলেন, তাদের উচ্চশিক্ষার দাবি যৌক্তিক এবং শিক্ষকদের সংকটও গভীর। বর্তমানে ১৯টি পদে কর্মরত মাত্র ৬ জন শিক্ষক, অথচ ২৭৯ জন শিক্ষার্থী রয়েছে। তিনি শূন্য পদগুলো পূরণের আহ্বান জানান।

    শিক্ষার্থীরা জানান, যদি তাদের দাবি আদায় না হয়, তবে তারা আগামীকাল থেকে ৮ দফা দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ফয়সাল বিন ফারুক বলেন, সারা দেশে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। 

    শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো:
    ১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া।
    ২. উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করা।
    ৩. শিক্ষক সংকট দূর করতে কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়ন।
    ৪. কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান হিসেবে কৃষি ডিপ্লোমা শিক্ষা পরিচালনা।
    ৫. কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ডিপ্লোমা কৃষিবিদদের নিয়োগ।
    ৬. বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন।
    ৭. মাঠ সংযুক্তি ভাতা প্রদান।
    ৮. চাকরিতে প্রবেশের পর উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য ফাউন্ডেশন ট্রেনিং ব্যবস্থা।

    এ বিষয়ে রাঙ্গামাটি এটিআইয়ের শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়ে সরকারের কাছে দাবি জানিয়েছেন, তবে এখনো কোনো পদক্ষেপ না নেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানান।


    নতুন/কাগজ/বিলাল/রাঙ্গামাটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ