সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল
  • রংপুরে প্রধান বিচারপতি

    বিচার বিভাগ বহু দশক ধরে সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে

    বিচার বিভাগ বহু দশক ধরে সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচারিক সংস্কার শুধু খাতভিত্তিক সংস্কারের স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়, এটি নিজেই সংস্কারের প্রতীক হয়ে উঠেছে। গত ৮ মাসে এই প্রচেষ্টা অভূতপূর্বভাবে অর্জন করেছে। এখন লক্ষ্য হলো সেই উদ্দেশ্য পূর্ণ করা এবং তা যেন ভবিষ্যতেও টিকে থাকে, তা নিশ্চিত করা।  


    শনিবার (৫ এপ্রিল) সকালে রংপুর নগরীর একটি হোটেলে ইউএনডিপি আয়োজিত "জুডিশিয়াল ইনডিপেনডেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


    প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের এক নম্বর অঙ্গ। এই বিচার বিভাগ বহু দশক ধরে নিজের অভ্যন্তরীণ সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে। এই দাবির কেন্দ্রে রয়েছে নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ, বাস্তবায়নের ক্ষমতা ও কর্তৃত্ব গ্রহণ। তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনও ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের লক্ষ্যের এতটা কাছাকাছি আসিনি। যদি এই সুযোগ কোনোভাবেই নষ্ট হয়, তবে তা বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। তাই আমার বার্তা পরিষ্কার—আপনারা সবাই দায়িত্ব নিন। আমি আশা করি, এই বার্তা সমানভাবে সারা দেশে শক্তিশালীভাবে প্রতিধ্বনিত হবে।  


    সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক, ইউএনডিপির প্রধান স্টিফেন লিলার। সেমিনারে বিচারকরা ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিচারকরা উপস্থিত ছিলেন।


    নতুন/কাগজ/জহুরুল/রংপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ