সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক
  • কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে লাখো পূর্ণার্থীর ঢল

    কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে লাখো পূর্ণার্থীর ঢল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান উৎসব হয়েছে। স্নান অনুষ্ঠানটি শনিবার (৫ প্রিল) ভোর ৪টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা শেষ হয় এবং এ সময় লাখো পূর্ণার্থীর ভিড় জমেছে।

    চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবছর পাপ মোচনের উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নান করেন। 

    আয়োজকদের তথ্য অনুযায়ী, এবার পুণ্যস্নানে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছে। চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে রমনা বন্দর থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় অষ্টমীর স্নান এবং মেলা অনুষ্ঠিত হচ্ছে।

    স্নান উৎসবে রংপুর বিভাগের ৮ জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূর্ণার্থীরা আগেই চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। পূণ্যার্থীদের থাকার ব্যবস্থা হিসেবে উপজেলার প্রায় ২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে।

    এছাড়া, স্নান পরবর্তী পোশাক পরিবর্তন এবং রাত্রী যাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথও স্থাপন করা হয়েছে। পূজাপর্বের জন্য প্রায় ২০০ ব্রাহ্মণ পূজারি দায়িত্ব পালন করছেন।

    অষ্টমী স্নানের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮১ জন পুলিশ সদস্যসহ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।


    নতুন/কাগজ/সাইফুর/কুড়িগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ