সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক
  • কুড়িগ্রামের রাজিবপুরে আগুনে ১১টি দোকান পুড়ে ছাই

    কুড়িগ্রামের রাজিবপুরে আগুনে ১১টি দোকান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এক ভয়ংকর অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

    বুধবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


    একজন স্থানীয় বাসিন্দা জানান, "ফজরের নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে দেখি আগুন দাউদাউ করে জ্বলছে। প্রথমে কাঁচামালের দোকানে আগুন ধরে, তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে।"


    প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আগুন দ্রুত বাজারের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে মুদি দোকান, জুতার দোকান ও ভুষির গোডাউনসহ ১১টি প্রতিষ্ঠান পুড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


    চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক আবু হানিফ জানান, "রাজিবপুর ও রৌমারী ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে।"


    রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী সাংবাদিকদের জানান, "জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে আসবে এবং তাদের ক্ষতি পুষিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা করবে।"


    এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ক্ষতিপূরণের দাবি তুলেছেন।


    নতুন/কাগজ/সাইফুর/কুড়িগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ