সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • উল্লাপাড়ায় ভূট্টা কাটা শুরু

    উল্লাপাড়ায়  ভূট্টা কাটা শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূট্রা ফসল কাটা শুরু হয়েছে। এর ফলন ভালো হারে মিলছে। এক মণ  ভূট্টা সাড়ে সাতশো থেকে আটশো টাকায় কেনাবেচা হচ্ছে বলে জানানো হয়।


    উপজেলা কৃষি অফিস থেকে  জানা তথ্যে এবারের মৌসুমে  উপজেলায় প্রায়  ৩২০ হেক্টর জমিতে ভূট্টা ফসলের আবাদ  করা হয়েছে। এবারে উপজেলায়  ২৮০ হেক্টর পরিমাণ জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা ছিলো। সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে  ৪০ হেক্টর পরিমাণ বেশী জমিতে এর আবাদ হয়েছে। বিভিন্ন মাঠে কৃষকেরা  উত্তরণ , সিনহা , সুলতান , মেজর , সম্রাট ,  ও আরো বেশী হারে ফলনশীল নানা জাতের ভূট্রা ফসলের আবাদ করেছেন । 


    উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে ভূট্রা ফসল কাটা শুরু হয়েছে। আর দিন দশেকের মধ্যে সব এলাকাতেই ভূট্রা ফসল পুরোদমে কাটা শুরু হবে বলে জানা গেছে। সদর উল্লাপাড়া ইউনিয়নের চালা মাঠ এলাকায় গত দিন পাচেক হলো কৃষকেরা তাদের আবাদের ভূট্রা ফসল কাটছেন। 


    এ প্রতিবেদককে চালা গ্রামের কৃষক ফারুক মিয়া বলেন, তিনি নিজের ৩৬ শতক জমিতে রকেট নামের বেশী হারে ফলনশীল ভূট্টা আবাদ করেছেন। এখন তা কাটছেন। ফলন ডেসিমেল ( শতক) প্রতি এক মণের কিছুটা বেশী হারে হচ্ছে। জমি থেকে তোলার পর  সে ভূট্রা মণ প্রতি সাড়ে সাতশো টাকা দরে কেনাবেচা হচ্ছে। একেবারে শুকানোর পর সে ভূট্রা এক হাজার থেকে এগারো টাকা মণ দরে কেনাবেচা হচ্ছে বলে কৃষক ফারুক মিয়া ও তার সাথের আরো কয়েকজন কৃষক জানান।


    উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে  ভূট্রা ফসলের আবাদে খরচ কম হয়। আর ভূট্রা ফসল কম  সময়ে  ঘরে উঠে।  কৃষকদেরকে ভূট্টা ফসলের আবাদের পাশাপাশি গম ফসলের আবাদ বেশী পরিমাণ জমিতে  করার বিষয়ে জানানো হয়।


    নতুন/কাগজ/সাহারুল/সিরাজগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ