সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক
  • শিশু ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেফতার

    শিশু ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় শ্যালকের ৮ বছর বয়সী শিশু কন্যার সঙ্গে ধর্ষনের অভিযোগে তার ফুফা রশিদুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।

    এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে, সদরের রুহিয়া থানাধীন ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি এলাকায়। রশিদুল ইসলাম রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ঠপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

    শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

    অভিযোগ থেকে জানা গেছে, ঘটনার দিন শুক্রবার দুপুর ২টার দিকে খড়িবাড়ি গ্রামের নাজিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো কাজে বাইরে যান। এই সুযোগে রশিদুল ইসলাম শিশুটিকে বাড়িতে একা পেয়ে ঝালমুড়ির প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর জোরপূর্বক অসভ্য আচরণের চেষ্টা করে।

    শিশুটি চিৎকার করলে রশিদুল তার মুখ চেপে ধরে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে এবং রশিদুলকে আটক করে রুহিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। পরে শিশুটির বাবা বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

    রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, রশিদুল ইসলামের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত রশিদুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।


    নতুন/কাগজ/রুহিয়া/ঠাকুরগাঁও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ