সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নবীনগরে “গ্রীন নবীনগর” সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

    নবীনগরে “গ্রীন নবীনগর” সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

    শনিবার (২৯ মার্চ) দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ২৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। উদ্বোধন করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ হোসেন শান্তি।

    সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুবুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আই কে ইব্রাহীম, গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উপদেষ্টা ও সিটিভির সিইও রবিন সাইফ ও নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল।

    এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক আবু ইউসুফ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বিডি নিউজের সম্পাদক মাহাবুব মোর্শেদ, নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, নবীনগর প্রেসক্লাবের সদস্য মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

    উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু সুফিয়ান, সাংবাদিক, সাংবাদিক ফরিদ আহমেদ, সাংবাদিক ইকরাম হোসেন, সাংবাদিক সোহেল খানসহ আরো অনেকে।

    সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন নিয়ামুল হুদা, নূর মোহাম্মদ সুজন, আশরাফুল ইসলাম। কোরআন তেলাওয়াত করেন মমিনুল হক।

    বক্তারা বলেন, গ্রীন নবীনগর সামাজিক সংগঠন বরাবরই মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ঈদ উপহার বিতরণ কর্মসূচি তারই অংশ। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানের শেষে অতিথিরা সুবিধাবঞ্চিতদের হাতে ঈদ উপহার তুলে দেন।


    নতুন/কাগজ/ইব্রাহীম/নবীনগর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ