সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • মেঘনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    মেঘনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার মেঘনা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস।

    সভায় উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলম, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার, মেঘনা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব শিকদারসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদক, চুরি-ডাকাতি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা। এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা তাদের এলাকার বিদ্যমান সমস্যা তুলে ধরে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

    সভাপতির বক্তব্যে ইউএনও হ্যাপী দাস বলেন, “মেঘনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


    নতুন/কাগজ/ইব্রাহীম/মেঘনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ