সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • শুকনো চিরা-পানি খেয়ে রোজা রাখা সেই নারীর পাশে উপজেলা প্রশাসন

    শুকনো চিরা-পানি খেয়ে রোজা রাখা সেই নারীর পাশে উপজেলা প্রশাসন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম  প্রকাশিত ভিডিওতে অসহায় এক মহিলার অসহায়ত্ব দেখে সাথে সাথে ছুটে গেলেন উপজেলা প্রশাসনের প্রতিনিধি নিয়াজ মোরশেদ ও স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মুছা সিদ্দিকি এবং ইউপি সদস্য মো. আব্দুল কাদের।

    ভিডিও রোসা নামের ৮০ বছর বয়সী ওই মহিলা বলেন, সেহেরির সময় পুত্রবধূ ভাত দেয়নি তাই আমি একমুঠো শুকনো চিরা আর একগ্লাস পানি খেয়ে রোজা রেখেছি। তার মুখে এসব তথ্যের ভিডিও ধারণ করা হয় উপজেলার ফতেপুর ইউনিয়নের চবি ২নং গেইট এলাকার মহাকবি আলাওল জামে মসজিদের গেইট থেকে। তখন তিনি রাস্তার পাশে বসে ভিক্ষা করছিলেন।

    তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জোবরা গ্রামের নবযুগ তেভাগা খামার এলাকার বাসিন্দা। মাওলানা নুরুল আবছার নামে তার একটি ছেলে রয়েছে এবং বিবাহিত দুইটি মেয়ে রয়েছে। তার বাড়িতে গিয়ে দেখা যায় তাকে থাকার জন্য কবর সমান একটি কক্ষ দেওয়া হয়েছে, নিচে ভাঙ্গা কিছু ইট বিছানো রয়েছে, তার ওপর তিনি প্লাস্টিক বিছিয়ে মেজেতে রাত্রিযাপন করছেন।

    স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, তার এক ছেলে মাওলানা, বিভিন্ন মাহফিলে বয়ান করেন। তবে লোকমুখে জানাযায় তার ছেলের বউ তাকে নির্যাতন করেন, ঠিকমত খাবার দেয়না। তার জায়গা সম্পত্তি সব ছেলে আর নাতিদের দিয়ে দিছে।  ওই মহিলা খুবই অসহায়। ভিক্ষার টাকা ও বয়স্ক ভাতার টাকা সব তার ছেলেকে দিয়ে দেয়।

    এসময় স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মুছা সিদ্দিকি বলেন, তার ছেলেকে পরিষদে ডাকা হবে। সে এমন নিকৃষ্ট কাজ কেন করে তা জানা হবে এবং এর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা খুব দ্রুত মহিলার সুবিধার্থে সকল ব্যবস্থা গ্রহণ করবো


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ