সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ফিলিস্তিন ও ভারতীয় মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

    ফিলিস্তিন ও ভারতীয় মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিন ও ভারতীয় মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা ফুলবাড়ী নিমতলা মোড় থেকে ফুলবাড়ীর তৌহিদী জনতার ব্যানারে  একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে এসে শেষ হয়।

    এ সময় সাংবাদিক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা মো. নুরুজ্জামান, নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. শাহদাত উল্লাহ, ফুলবাড়ী ইসলামী আন্দোলনের সভাপতি মো. রবিউল ইসলাম, আনজুমানে এত্তেহাদুল উলামার সাধারণ সম্পাদক মুফতি মো. নজিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী একাডেমির পরিচালক মুফতী মো. তোফায়েল আহমেদ, জামায়াতে ইসলাম ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, ছাত্র শিবিরের দিনাজপুর জেলা সভাপতি মো. সাজু, নবীন আলেমেদ্বীন মো. জাকি হাবিব, জেড ফোর এর ফুলবাড়ী শাখার প্রতিনিধি মো. ইমরান চৌধুরী, ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াদ ফেরদৌস শামস, নাগরিক কমিটি ফুলবাড়ি শাখার প্রতিনিধি মো. ইমরান চৌধুরী নিশাত, প্রতিনিধি আহমেদ জাকির, জেড ফোর্সের সদস্য মো. হারুনুর রশিদ প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনি মুসলমানদের উপরে দখলদার ইসরাইলি বাহিনী হামলা চালাচ্ছে। ইতিমধ্যে তারা আমাদের হাজার হাজার ভাই-বোনকে অন্যায়ভাবে হত্যা করে শহিদ করেছেন। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ এবং পানিসহ সবদিক থেকে নির্যাতনের স্বীকার হচ্ছে আমাদের ভাইয়েরা।

    খাদ্যের অভাবে ফিলিস্তিনি জনগণ হাহাকার করছে, মৃত্যুবরণ করছে। এই অবস্থায় একজন মুসলিম হিসেবে আমরা নিশ্চুপ থাকতে পারি না।

    ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলিমদের উপর বোমা মেরে গণ হত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম, ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে দায়ী করে বক্তব্য রাখেন। এসময় তারা ইসরায়েলী পণ্য বর্জনের আহবান জানান।

    বিক্ষোভ সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ইউনাইটেড হাসপাতাল জামে মসজিদ এর খতিব পীর সাহেব মাও. ইব্রাহিম বিন আলী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ