সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বাবা-মা’র আশকারায় মাদকাসক্ত ছেলে !

    বাবা-মা’র আশকারায় মাদকাসক্ত ছেলে !
    সামিউল হোসাইন সাইফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা পৌরসভার ১ নং ওয়ার্ডের শাহজাহান এর ছেলে সামিউল হোসাইন সাইফ ইনস্টিটিউট অফ হেল্থ টেকনোলজি, সাতক্ষীরা নামের এ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। এই বয়সে পড়ালেখায় খুব ভালো না হলেও মাদকাসক্তে জড়িয়ে গেছেন সাইফ। মদ, গাজা ও ফেনসিডিল এখন তার জীবন সঙ্গি। তার এমন উগ্র চলাফেরার জন্য তার বাবা – মা জড়িত। সাইফের বাবা মোহাম্মদ শাহজাহান ভোলা সদরের ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার হোল্ডার। এ ডায়াগনস্টিক সেন্টারের দুইজন শেয়ার হোল্ডার। অন্যজন মাইটিভির সাংবাদিক লিটন।

    জানা গেছে, সাইফ মাদকাসক্ত এমনটা জানার পরও তার বাবা-মা তাকে এসব থেকে ফেরাতে কার্যত কোন ভূমিকা-ই নেননি। উল্টো এসব নিয়ে কেউ প্রতিবাদ করলে তাদেরকে হুমকি ও ভয়ভীতি দেখান। সাইফ তার শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় সখ্য গড়েছেন কয়েকটি মাদক সিন্ডিকেটের সাথে। তাদের সাথেই নিয়মিত মাদক সেবন করেন তিনি। তার মাদক সেবনের বেশ কয়েকটি ছবি আমাদের হাতে এসেছে। আবার এসব মাদকের অনেক ছবি তার ফেসবুকের স্টোরিতে গর্বের সাথে শেয়ার করেছেন। গাজা সেবনের ছবিও দিয়েছেন ফেসবুকে।

    অভিযোগ রয়েছে, সামিউল হোসাইন সাইফের এমন মাদক আসক্তের শেল্টারদাতা তার বাবা-মা। আদরের সন্তান হিসেবে সাইফ যা করে তা-ই বাবা-মা মেনে নেন। মাদকের পাশাপাশি নারী আসক্তিও রয়েছে তার। কয়েক ডজন নারীর সাথে তার রয়েছে অবৈধ সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েদের সর্বনাশ করে কেটে পড়েন সাইফ। সূত্র বলছে, মেয়েদের সাথে মেলামেশা করে পরে তাদেরকে ব্ল্যাকমেইল করেন। সাইফ এক ধরনের সাইকো ব্যক্তি। তার এমন প্রতারণার শিকার প্রায় ডজনখানেক মেয়ে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আতঙ্কে জীবন যাপন করেছেন। অনেককে হুমকি দেওয়া হয়েছে তাদের সাথে শারীরিক সম্পর্কের ভিডিও আছে তার কাছে। কেউ যদি সাইফের কু-কর্ম নিয়ে মুখ খুলে তাহলে ভিডিও গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে। তার এমন হুমকিতে অনেকেই আতঙ্কে মুখ খুলতে চান না। আমরা পরবর্তীতে সাইফের মাধ্যমে প্রতারনা ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার ৬ মেয়ের বক্তব্য প্রকাশ করবো।

    এসব বিষয়ে সাইফ ও তার বাবা শাহজাহান এর বক্তব্য জানতে চাইলে তারা বক্তব্য দিতে রাজি হননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন