সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • রক্তের অভাবে অপারেশন করতে না পারা

    রোগিকে দেবাশীষ সরকার সঞ্জু'র রক্তদান

    রোগিকে দেবাশীষ সরকার সঞ্জু'র রক্তদান
    দেবাশীষ সরকার সঞ্জু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরে টিউমারে আক্রান্ত রোগীকে প্রথমবার রক্ত দান করলেন সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার সদস্য দেবাশীষ সরকার সঞ্জু। 


    শনিবার (২৪ ফেব্রুয়ারি ) বিকেল ৪ টায় এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো এ পজেটিভ রক্তদান করেন দেবাশীষ সরকার সঞ্জু। এসময় উপস্থিত ছিলেন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ সাংবাদিক আমিনুল ইসলাম, সদস্য  তন্ময় সরকার প্রমুখ। 

    জানা যায়, দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের টিউমারে আক্রান্ত মোছা. মিনারা বেগম (৪২) ভর্তি হন। পরে রক্তের জন্য রোগির পরিবার আহাজারি করছে জানতে পেরে তাৎক্ষণিক দেবাশীষ সরকার সঞ্জু জানান তিনি রক্ত প্রদান করবেন। পরে ফুলবাড়ী থেকে ছুটে গিয়ে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রক্তদান করেন। 

    টিউমারে আক্রান্ত মোছা. মিনারা বেগম (৪২) বলেন, কয়েকদিন থেকে হাসপাতালে ভর্তি আছি রক্তের অভাবে অপারেশন করতে পারছি না। দেবাশীষ সরকার সঞ্জু নামের ওই তরুণ আমাকে রক্ত দিয়েছে। শুনলাম এটি তার প্রথম রক্তদান । আমি ওই তরুণের উত্তরোত্তর উন্নতি ও মঙ্গল কামনা করি। আল্লাহ তাকে সুস্থ রাখুক। এভাবেই মানবিক কাজ করার তৌফিক দান করুক। 

    দেবাশীষ সরকার সঞ্জু বলেন, অনেক দিন থেকেই আমি রক্ত দিতে চাচ্ছি কিন্তু তেমন কাউকে পাচ্ছি হঠাৎ জানতে পারি বন্ধুর মায়ের অপারেশন এর জন্য এ পজিটিভ রক্ত লাগবে পড়ে ছুটে গিয়ে রক্তদান করি। এটি আমার জীবনের প্রথম তম রক্তদান ছিল। 

    আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ বলেন, ভাবনা থেকে হোক ভালো কাজ এই স্লোগানে সামাজিক ও মানবিক কাজগুলোতে আমরা সবসময় এগিয়ে থাকি। আমাদের প্রত্যেক সদস্য মানবিক ও উদার। তেমনি দেবাশীষ সরকার সঞ্জু তার প্রথম তম রক্তদান করলেন । আমি তাকে অশেষ ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানাই। এভাবেই মানবতার ব্রত নিয়ে সমাজে এগিয়ে আসুক সকল তরুণ-তরুণীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন