চট্টগ্রামে ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেফতার


পাঁচ বছর আগে চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত ব্যবসায়ী মহিউদ্দিন হত্যা মামলায় মঞ্জু মিয়া (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মঞ্জু ফটিকছড়ি থানাধীন রোসাংগিরী গ্রামের মো. শফির ছেলে।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।
র্যাব জানিয়েছে, ২০১৮ সালের ২১ আগস্ট ফটিকছড়ির নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন ওই এলাকার ব্যবসায়ী মহিউদ্দিন। ১০ দিন পর ১ সেপ্টেম্বর ফটিকছড়ির নিশ্চিন্তপুর দীঘিপাড় এলাকার গহীন জঙ্গল থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি মঞ্জু মিয়া পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, মঞ্জু নিহত ব্যবসায়ী মহিউদ্দিনের ব্যবসায়িক পণ্য সরবরাহের কাজ করতেন। ২০১৮ সালের ২১ আগস্ট রাতে মঞ্জুসহ তার অন্য সহযোগীরা টাকার লোভে মহিউদ্দিকে হত্যা করে নিশ্চিন্তপুর দীঘিপাড় জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মঞ্জুকে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তাকে ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
