সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • শিক্ষিকা থেকে নগ্নতা এখন তার পেশা

    শিক্ষিকা থেকে নগ্নতা এখন তার পেশা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মিসৌরিতে সেইন্ট ক্লেয়ার হাইস্কুলের ইংরেজির শিক্ষিকা ছিলেন ব্রিয়ানা কোপেজ (২৮)। কিন্তু অনলাইনে নগ্ন ছবি পোস্ট করার কারণে স্কুল কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে। তিনি স্কুল ছেড়ে দিয়ে প্রাপ্তবয়স্কদের ছবির ক্যারিয়ার বেছে নেন। যোগ দেন একই স্কুলের সাবেক আরেক শিক্ষিকা মেগান গাইথারের সঙ্গে। 

    অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে হয় এমন সুপরিচিত সাইটের সঙ্গে যুক্ত হন। এ থেকে তাদের আয় হতে থাকে ভালই। 

    তারাই বলছেন, চাকরি করে যে অর্থ আয় করতেন তার চেয়ে অনেক বেশি আয় হচ্ছে এ থেকে। কিন্তু অনলাইনে রগরগে ছবি পোস্ট করা নিয়ে ব্রিয়ানা কোপেজের বিরুদ্ধে যে ব্যক্তি স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছিলেন, তাকে তিনি ছেড়ে দেননি।

    ব্রিয়ানা কোপেজ মনে করেন কোনো ছাত্র নয়, তার সম্পর্কে স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি। তার ভাষায়- আমার কখনো মনে হয় না যে কোনো ছাত্রছাত্রী বা শিশু আমার সম্পর্কে জানতে পেরেছে এবং স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছে।

    আমার মনে হয়, এটা করেছিল কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি। 

    যে ব্যক্তি তার সম্পর্কে স্কুল কর্তৃপক্ষের কাছে বার্তা দিয়েছিলেন তার উদ্দেশে এক্সে এ সপ্তাহে ব্রিয়ানা কোপেজ লিখেছেন, ওই ব্যক্তির কথা চিন্তা করি যার জন্য আমাকে স্কুল ছাড়তে হয়েছে। তিনি ভেবেছিলেন আমার জীবন ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এখন তিনি দেখতে পাচ্ছেন আমি সফল হয়েছি। 

    শিক্ষায় ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রিধারী ব্রিয়ানা কোপেজ। এর আগে তিনি বলেছিলেন, বেতন পুষিয়ে নিতে এবং তার স্টুডেন্ট লোন শোধ করতে এক্স-রেটেড কন্টেন্ট বিক্রি শুরু করছেন। তারপর থেকে তিনি রগরগে ছবি ও ভিডিও বিক্রি করে মাসে আয় করছেন আট হাজার ডলার পর্যন্ত। শিক্ষক হিসেবে যেখানে বছরে তার বেতন ছিল বছরে ৪২ হাজার ডলার। 

    চাকরি থেকে তাকে বরখাস্ত করার পর বলেছিলেন, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমি লড়াই করতে চাই না। আমি শান্তি চাই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ