সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ইমরান খানের পক্ষে ভোটের আহ্বানে এআই-নির্মিত ভাষণ

    ইমরান খানের পক্ষে ভোটের আহ্বানে এআই-নির্মিত ভাষণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির একটি ভার্চুয়াল রাজনৈতিক সমাবেশে কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি অডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে। অডিও ক্লিপটি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি, যেখানে সাবেক প্রধানমন্ত্রী তার পক্ষে জনগণকে ভোটের আহ্বান জানিয়েছেন।

    সোমবার ১৮ ডিসেম্বর আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, রোববার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ওই ভার্চুয়াল সমাবেশের সময় ইন্টারনেট বিঘ্নিত হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ভার্চুয়াল সমাবেশের সময় এই অডিও ক্লিপটি ১.৪ মিলিয়নের বেশি মানুষ দেখেছে। এছাড়াও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কয়েক হাজার সরাসরি দেখেছে।

    অডিও ওই ক্লিপটিতে ৪ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক সমর্থকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, ‘আমাদের লোকদের অপহরণ করা হচ্ছে এবং তাদের পরিবারকেও হয়রানি করা হচ্ছে।’ তিনি বলেন, আমাদের দলকে জনসভা করার অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না।

    ইমরানের এই বক্তব্যটি কারাগারের অনুমতি নিয়ে একটি লিখিত বক্তব্য থেকে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।

    প্রতিবেদনে বলা হয়, লাইভস্ট্রিমিংয়ে এই বাধাগুলো আসন্ন নির্বাচনের স্বচ্ছতার বিষয়ে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। তবে, দেশব্যাপী ব্যবহারকারীরা ধীর ইন্টারনেটের গতি এবং থ্রটলিং এর অভিযোগ তুলে টেলিকম নিয়ন্ত্রকেরা অ্যাপগুলোতে স্ট্রিমিং বন্ধ করার জন্য একটি কৌশল ব্যবহার করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন