সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • মাসের শুরুতে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা

    মাসের শুরুতে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রকৃতির পালাবদলে এসেছে শীতের মৌসুম। ডিসেম্বরের শুরু থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল। একদিনের ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা কমেছে ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে ‘এল নিনো’র প্রভাবে উষ্ণায়নের কারণে আগামী বছর জানুয়ারির আগে তীব্রমাত্রার শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

    শুক্রবার ১৫ ডিসেম্বর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২ দিনে সারাদেশে রাতের তাপমাত্রা কমেছে ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে আবহাওয়াবিদরা মনে করছেন এল নিনোর প্রভাবে মার্চ-এপ্রিল পর্যন্ত উষ্ণতা বজায় থাকতে পারে। তাই স্বাভাবিক তীব্র শীতের সাথে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহে দেশ আক্রান্ত হবে কি না তা বলা যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

    গতকাল বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ২১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কমার প্রবনতা অব্যাহত থাকবে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় বিচ্ছিন্নভাবে মৃদু শৈত্য প্রবাহ হবে।

    আবহাওয়াবিদরা বলছেন, গত ৫ ডিসেম্বর ঘুর্ণিঝড় ‘মিগজাউম’ ভারতের তামিলনাডু ও অন্ধ্র প্রদেশে আঘাত হানে। এর প্রভাবে ব্যাপক জ্বলীয় বাষ্প প্রবেশ করে ৬ ও ৭ ডিসেম্বর সারাদেশে প্রবল বৃষ্টি হয়। সৃষ্টি করে ঘন কুয়াশার। তবে গত দু’দিনে জ্বলীয় বাষ্প কমে রাতের তাপমাত্রা কমছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন