সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • এবার গাজার সুড়ঙ্গে পানি দিচ্ছে ইসরায়েল

    এবার গাজার সুড়ঙ্গে পানি দিচ্ছে ইসরায়েল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সুড়ঙ্গগুলোতে সাগরের লোনা পানি ঢোকানো শুরু করেছে। পরিচয় প্রকাশ না করা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর প্রকাশ করে বলেছে, প্রক্রিয়াটি সম্পন্ন করতে কয়েক সপ্তাহ লাগবে।

    বুধবার ১৩ ডিসেম্বরের ঐ প্রতিবেদনে বাইডেন প্রশাসনের কয়েকজন কয়েকজন কর্মকর্তা বলেন, পানি প্রবেশ করানোর ফলে সুড়ঙ্গগুলো ধ্বংস করা সহজ হবে। 

    ইসরায়েল মনে করে, হামাস তাদের হাতে আটক পণবন্দীদের এসব সুড়ঙ্গে আটকে রেখেছে। এছাড়া এখানে তাদের যোদ্ধা ও অস্ত্র শস্ত্র মজুত রয়েছে। অনেকে আশঙ্কা করেছেন যে সাগরের নোনা পানি প্রবেশ করানোর ফলে গাজার মিঠা পানির সরবরাহ ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

    গাজার সুড়ঙ্গগুলোতে লবণাত্মক পানি প্রবেশ করানোর জন্য গত মাসে ইসরায়েলি বাহিনী পাঁচটি বিশাল পাম্প স্থাপন করে। এগুলোর দুটি দিয়ে পানি ঢোকানোর কাজ শুরু করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জার্নালকে জানিয়েছেন।

    ওই কর্মকর্তারা বলেন, প্রথম পাম্পটি বসানো হয়েছে আল-শাথি উদ্বাস্তু ক্যাম্পের উত্তরে। এসব পাম্পের প্রতিটি হাজার হাজার কিউবিক মিটার পানি সুড়ঙ্গগুলোতে ঢোকাতে সক্ষম।

    উল্লেখ্য, ২০১৫ সালে মিসর গাজা উপত্যকা এবং সিনাই উপদ্বীপের মধ্যকার সুড়ঙ্গগুলোতে সাগরের পানি ঢুকিয়েছিল। এর ফলে সেখানকার মাটির ভয়াবহ ক্ষতি হয়েছিল, ফসল ফলানো প্রায় শেষ হয়ে গিয়েছিল।

    এদিকে সাগরের পানি ঢোকানো হলেই যে ইসরাইলি বাহিনী তাদের কার্যসিদ্ধি করতে পারবে, তা নয়। কারণ সুড়ঙ্গগুলোর প্রকৃতি এবং কাঠামো এখনো স্পষ্ট নয়। তাছাড়া সুড়ঙ্গগুলো পানিতে ভাসাতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে হামাসের যোদ্ধারা পণবন্দীদের নিয়ে অন্য কোথাও সরে যাওয়ার সুযোগ পাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন