সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • মুম্বাইয়ে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন মেক্সিকান নারী

    মুম্বাইয়ে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন মেক্সিকান নারী
    মুম্বাইয়ে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন মেক্সিকান নারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুম্বাইয়ের ৩৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে  একাধিকবার ধর্ষিত হওয়ার অভিযোগ করেছেন এক মেক্সিকান নারী (৩১)। অভিযোগের কারণে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    শনিবার ২ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মেক্সিকান ওই নারী গত সপ্তাহে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

    প্রতিবেদনে বলা হয়, মেক্সিকান নারী বর্তমানে মুম্বাইতে অবস্থান করছেন এবং অভিযুক্ত ব্যক্তি তার ম্যানেজার ছিলেন। ২০১৯ সাল থেকে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছে বলে পুলিশ জানায়। 

    মুম্বাইয়ের বান্দ্রা থানার এক কর্মকর্তা জানান, ওই নারী তার অভিযোগে বলেন, ২০১৭ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির সাথে পরিচিত হন এবং তারা দেখাও করেন। পরে ২০১৯ সালে বান্দ্রায় তার বাড়িতে ওই ব্যক্তি প্রথম তাকে যৌন নির্যাতন করেন। এরপর থেকে অনেকবার তাকে ধর্ষণ করেন তিনি।

    তিনি বলেন, ওই নারী অভিযুক্তকে প্রত্যাখ্যান করলে তাকে কোম্পানির অ্যাসাইনমেন্ট থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এছাড়াও তার কিছু অন্তরঙ্গ ছবির মাধ্যমে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন। পরে ২০২০ সালে অভিযুক্ত অন্য নারীকে বিয়ে করলে তার উপর নির্যাতন চালাতেন বলেও অভিযোগে বলা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ