যুদ্ধ বিরতি শেষে আবারও গাজায় হামলা, নিহত ১৪


গাজায় যুদ্ধ বিরতি শেষ হতে না হতেই আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার প্রথম দু’ঘণ্টায় ওই অঞ্চলে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।
শুক্রবার ১ ডিসেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টের মাধ্যমে ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত হওয়ার কথা জানান।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এবং হামাসের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আজ সকালে শেষ হয়। যুদ্ধবিরতির সময় বাড়ানো কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও তা আর সম্ভব হয়নি। এতে বলা হয়, গাজায় নতুন করে লড়াই শুরু হওয়ায় নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার আশা ফিকে হয়ে গেছে।
৭ দিনের যুদ্ধবিরতি চলাকালে হামাস ১০৫ জিম্মিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ৮০ জন ইসরায়েলি নাগরিক এবং অন্যরা বিদেশি। বিনিময়ে ২৪০ জন ফিলিস্তিনি কারাবন্দী মুক্তি পেয়েছেন। এ ছাড়া যুদ্ধবিরতির আওতায় ত্রাণবাহী গাড়িকে গাজা উপত্যকায় ঢুকতে দিয়েছে ইসরায়েল।
গাজায় ইসরায়েলের টানা ৫১ দিনের হামলার পর গত ২৪ নভেম্বর থেকে চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। এরপর দুই দফায় বাড়ানো হয় সেই যুদ্ধবিরতির মেয়াদ।
