সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • অর্থমন্ত্রী ‘উজিরে খামোখা’: শামীম হায়দার

    অর্থমন্ত্রী ‘উজিরে খামোখা’: শামীম হায়দার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উজিরে খামোখা হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

    বুধবার (১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল, ২০২৩’ এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

     

    জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার বলেন, অর্থমন্ত্রী সংসদের শেষ দুই দিনের মধ্যেও উপস্থিত নেই। একটি আইন আসছে ওনার মন্ত্রণালয়ের, হি ইজ আ মিনিস্টার মিসিং অ্যাকশন। ইকোনমিক ক্রাইসিস চলছে। প্রচুর আলোচনা হচ্ছে, ওনাকে দেখা যাচ্ছে না। উনি উজিরে খামোখা হয়ে গেছেন। স্বেচ্ছায় উজিরে খামোখা। দপ্তরবিহীন মন্ত্রীর মতো আছেন, এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক। কোথায় আছে সেটাও জানি না।

     

     

    তিনি বলেন, দেশে অর্থনীতিবিদের অভাব নেই। দেশের অর্থনৈতিক সংকটের সমাধান করতে পারবে এরকম লোকের অভাব নেই। আইনমন্ত্রীকে ধন্যবাদ উনি দ্বিগুণ চাপ নিচ্ছেন। আমাদের শঙ্কা ২০২৬ সালে বাংলাদেশকে আরও এক থেকে দেড় বিলিয়ন করে টাকা বিদেশি ঋণ শোধ করতে হবে ডলারে। তার মানে ২০২৬ সালে বছরে ডলারের চাহিদা যোগ হবে মিনিমাম ২০ বিলিয়ন শুধু লোন শোধ করার জন্য।

    শামীম হায়দার পাটোয়ারী বলেন, বাংলাদেশের মতো দেশের বহুমুখী ফরেন পলিসি থাকা উচিত। কিন্তু ডলারগুলো আমরা কোথায় পাবো, যেগুলো এখন থেকে ২০২৬ পর্যন্ত লাগবে। এটার উত্তর অর্থমন্ত্রী থাকলে দিতে পারতেন। এতগুলো ডলার জমেছে বিভিন্ন ভুল চুক্তি, ভুল বিনিয়োগ ও ভুল ঋণের কারণে। ভুল ঋণ কেন হয়েছে, কারণ তখন সংসদে এগুলো নিয়ে সার্বিক আলোচনা হয়নি। আলোচনা হলে কিছু কিছু বিষয়ে সরকার পুনরায় চিন্তা করতো। আমি মনে করি এগুলো নিয়ে একটি সমন্বিত উদ্যোগ জরুরি।

     

    তিনি আরও বলেন, পলিটিক্যাল ক্রাইসিস আওয়ামী লীগ টেকেল করেছে সারাজীবন, এবং ভালোমতোই সেটি করেছে। এখনও হয়ত পারবে। কিন্তু অর্থনীতি তো সরকারের একার হাতে না, এটা তো গ্লোবাল বিষয়। আমরা যে লোনের জালে পড়ে যাচ্ছি, সেটি নিয়ে ভাবতে হবে। সেজন সমন্বিত আলোচনা প্রয়োজন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন