রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • মুজিববাদের নতুন পাহারাদারদের ঠাঁই নেই: বগুড়ায় নাহিদ ইসলাম

    মুজিববাদের নতুন পাহারাদারদের ঠাঁই নেই: বগুড়ায় নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদের প্রশ্নে যাঁরা টালবাহানা করছেন, তাঁরা মূলত মুজিববাদের নতুন পাহারাদার। তাদের জন্য আগামীর বাংলাদেশে কোনো স্থান নেই।

    শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, জুলাই কোনো আবেগ নয়, এটি একটি রাজনৈতিক দর্শন। এটি আমাদের সংবিধানের অংশ হবে—এটাই জনগণের প্রত্যাশা। যারা এই ইতিহাসকে অস্বীকার করতে চায়, তারা প্রতিরোধের মুখে পড়বে। আমরা বিচারের দাবি নিয়ে এগিয়ে যাচ্ছি।

    বগুড়া জেলা অতীতে বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর দেশের প্রশাসন, পুলিশ ও বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। না হলে যারা পুরোনো কায়দায় শাসন চালাতে চায়, তাদের পরিণতি হবে ফ্যাসিস্টদের মতো।

    ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি রংপুর বিভাগের সব জেলা ঘুরে শনিবার শেষ হয় বগুড়ায়। কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা ৩০ মিনিটে পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে পদযাত্রা শুরু হয় এবং দুপুরে সাতমাথা মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনীম জারা প্রমুখ।

    আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসরদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। আমরা নতুন সংবিধান, বিচার ও সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে চাই।

    সমাবেশে বগুড়া জেলা ও আশপাশের এলাকা থেকে শত শত মানুষ অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন