সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নতুন সংবিধানে অবশ্যই জুলাই সনদ সংযুক্ত করতে হবে: নাহিদ ইসলাম

    নতুন সংবিধানে অবশ্যই জুলাই সনদ সংযুক্ত করতে হবে: নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “নতুন সংবিধানে ‘জুলাই সনদ’ অবশ্যই সংযুক্ত করতে হবে।” তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের মর্যাদা ও স্বীকৃতি এবং আহতদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে-এ বিষয়গুলো নতুন সংবিধানে স্থান পেতে হবে।”

    শুক্রবার (৪ জুলাই) বিকেল ৬টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ‘জুলাই পদযাত্রা’র চতুর্থ দিনের কর্মসূচিতে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    নাহিদ ইসলাম আরও বলেন, “এক বছরের মাথায়ও আমরা সেই কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাচ্ছি না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হলেও নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা দেখছি, আগের স্বৈরাচারী কাঠামোই এখনো বহাল রয়েছে, দুর্নীতিবাজ ও লুটেরারা রয়ে গেছে নিরাপদে।”

    তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দল পাল্টানোর জন্য নয়, বরং নতুন কাঠামো, নতুন রাষ্ট্র এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলনে নেমেছি। গণঅভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতেই আমাদের এই পদযাত্রা।”

    দিনাজপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, “এই মাটিই একসময় নীল বিদ্রোহের সাক্ষী ছিল, ’৭১-এ যুদ্ধ করেছে। সেই ঐতিহাসিক চেতনার ধারাবাহিকতায় আজকের সংগ্রাম। দিনাজপুরের কৃষকরা ন্যায্য মূল্য পায় না, অথচ এখানকার উৎপাদিত চাল রাজধানীসহ সারা দেশে সরবরাহ করা হয়। উৎপাদন এক এলাকায়, ভোগ আরেক এলাকায়-এই বৈষম্যমূলক রাষ্ট্র আমরা চাই না।”

    দিনাজপুর বড় মাঠ থেকে পায়ে হেঁটে গণসংযোগ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এসে এনসিপি’র নেতৃবৃন্দ সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন। এতে আরও বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন, ডা. আব্দুল আহদ, ডা. তাসনিম জারা প্রমুখ।

    এ সময় নাহিদ ইসলাম ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট ঢাকায় জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন