সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহায়তায় জাপানের ৪.৮ মিলিয়ন ডলার অনুদান

    বাংলাদেশের জাতীয় নির্বাচনে সহায়তায় জাপানের ৪.৮ মিলিয়ন ডলার অনুদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও প্রযুক্তিনির্ভর করতে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬৯৫ মিলিয়ন জাপানি ইয়েন) সহায়তা দিচ্ছে জাপান সরকার।

    বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদেও।

    জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, “বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সন্ধিক্ষণে রয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রচেষ্টাকে সমর্থন করি।” তিনি জানান, ইউএনডিপির মাধ্যমে দেওয়া এই অনুদান দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরে ভূমিকা রাখবে।

    ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “জাপানের এ উদার সহায়তা বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নতুন শক্তি দিয়েছে। এটি ইন্দো-প্রশান্ত অঞ্চলে গণতন্ত্র ও মানবিক নিরাপত্তা উন্নয়নের প্রতিশ্রুতিরও অংশ।”

    চুক্তির আওতায় ভোটার ও নাগরিক শিক্ষা কার্যক্রম, নারী ও প্রান্তিক গোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি, এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সততা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হবে। এর আগে, একই প্রকল্পে সহায়তা দিয়েছিল অস্ট্রেলিয়া।

    অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন জাপানের সহযোগিতাকে স্বাগত জানান এবং বলেন, “এই সহায়তা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন