সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম এখন ডিএনসিসির সরাসরি তত্ত্বাবধানে

    নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম এখন ডিএনসিসির সরাসরি তত্ত্বাবধানে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নগরবাসীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, সমতাভিত্তিক ও মানসম্পন্ন করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আজ (১ জুলাই) থেকে নগর স্বাস্থ্যসেবা কার্যক্রমের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন।

    তিনি জানান, ১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের আওতায় পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়)-এর মাধ্যমে ডিএনসিসিতে নগর মাতৃসদন, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং স্যাটেলাইট কেন্দ্রসমূহ পরিচালিত হয়ে আসছিল। এই প্রকল্পের আওতায় ডিএনসিসির ২১টি ওয়ার্ডে ছিল ৬টি নগর মাতৃসদন, ৩০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ৬০টি স্যাটেলাইট কেন্দ্র—যেগুলো থেকে নাগরিকরা বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা পেয়ে আসছেন।

    জোবায়ের হোসেন বলেন, “প্রকল্পটির মেয়াদ ৩০ জুন শেষ হওয়ায় আজ থেকে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি ডিএনসিসির তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পরিচালিত হবে। ডিএনসিসির নিজস্ব ব্যবস্থাপনায় এ সেবাগুলো এখন আরও টেকসই, স্বচ্ছ এবং নাগরিকবান্ধব হবে বলে আমরা আশাবাদী।”

    তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা নাগরিকদের একটি মৌলিক অধিকার। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বিভিন্ন অংশীজনের সহযোগিতায় এ সেবায় কোনো ঘাটতি থাকবে না।”

    এই উদ্যোগের মাধ্যমে নগর স্বাস্থ্য ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হলো, যেখানে বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী গুণগত স্বাস্থ্যসেবা পাবেন একেবারে হাতের নাগালে— বলেন ডিএনসিসির মুখপাত্র।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন