সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নির্বাচিত সরকারের সঙ্গে চীন কাজ করতে চায়: মির্জা ফখরুল

    নির্বাচিত সরকারের সঙ্গে চীন কাজ করতে চায়: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি জানান, চীনের পক্ষ থেকে এ ধরনের বার্তা ইতোমধ্যে এসেছে।

    সোমবার (৩০ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

    সম্প্রতি চীন সফর শেষে বিএনপি মহাসচিব জানান, সফরে চীনের সঙ্গে ‘এক চীন নীতি’ নিয়ে বিএনপির দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে। তিস্তা নদী পুনঃখনন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন ইস্যুতে আলোচনায় চীন ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি। চীন যদি ভবিষ্যতে এই প্রকল্পে প্রস্তাব দেয়, তবে বিএনপি তা ইতিবাচক দৃষ্টিতে দেখবে বলেও জানান ফখরুল।

    রোহিঙ্গা সংকট নিয়েও চীন আন্তরিকভাবে মিয়ানমারকে বোঝানোর চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।

    বিএনপির ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলটি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ২২ জুন চীন সফরে যায় এবং ২৭ জুন দেশে ফিরে আসে। সফরে ফখরুলের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন