সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • হার্ট অ্যাটাক না কার্ডিয়াক অ্যারেস্ট? বিভ্রান্তি দূর করুন, জানুন পার্থক্য

    হার্ট অ্যাটাক না কার্ডিয়াক অ্যারেস্ট? বিভ্রান্তি দূর করুন, জানুন পার্থক্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তি নির্ভর হওয়ায় আমাদের জীবন যাপনে যে ব্যাপক পরিবর্তন এসেছে তাই শরীরে ডেকে আনে নানা অসুখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী, ওবেসিটি, কোলেস্টেরল, থাইরয়েডের মতো সমস্যা পাল্লা দিয়ে বাড়ছে। তার হাত ধরেই জন্ম নিচ্ছে হৃদরোগ। আর এই হৃদরোগেরই দুটি জটিল অবস্থা কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাক।

    চিকিৎসা শাস্ত্রে, কার্ডিয়াক অ্যারেস্ট বলতে এমন এক পরিস্থিতিকে বোঝানো হয় যখন হৃদ্‌পিণ্ড হঠাৎ করে শরীরে রক্ত সরবরাহ করা বন্ধ করে দেয়। হৃদ্‌পিণ্ড রক্ত পাম্প করা বন্ধ করে দিলে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাতে ব্যর্থ হয় যার ফলে রোগীর শ্বাসকষ্ট হতে শুরু করে। বিশেষ অবস্থায় রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে।
     
    অন্যদিকে করোনারি ধমনীর মধ্যে যদি ব্লকেজ তৈরি হয়, সে ক্ষেত্রে হৃদ্‌পিণ্ডে প্রয়োজনীয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসা বন্ধ হয়ে যায়। আর এই অবস্থাকেই চিকিৎসাশাস্ত্রে বলা হচ্ছে হার্ট অ্যাটাক।
     
    কোনো রোগীর হার্ট অ্যাটাক হলেই কিন্তু হৃদ‌্‌যন্ত্র সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে না, তবে ধীরে ধীরে কাজ করার ক্ষমতা কমে আসে। কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে  হৃদ্‌স্পন্দন পুরোপুরি থেমে যায়।
     
    এই দুটি রোগের মধ্যে আরও যে বিশেষ পার্থক্য রয়েছে তাহলো হার্ট অ্যাটাক হলেই যে রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হবে তার কোনও মানে নেই। তবে বেশির ভাগ রোগীরই কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার মূল কারণ হার্ট অ্যাটাক।
     
    বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই রোগী হার্ট অ্যাটাকে আক্রান্তের পর কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়। এসময় রোগীর রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। নিশ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে।
     
    চিকিৎসকরা কার্ডিয়াক অ্যারেস্টের কিছু উপসর্গের দিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়ে থাকেন। এগুলো হলো বুকে হালকা ব্যথা, শ্বাসকষ্ট, অস্বস্তি বোধ করা এবং মাথা ঘোরানো, অজ্ঞান হওয়া  ইত্যাদি। এছাড়া কার্ডিওমায়োপ্যাথি (পেশির রোগ) এবং ইলেক্ট্রোলাইট অস্বাভাবিকতাকেও কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হিসেবে গণ্য করেন গবেষকরা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ