সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বিশ্ব এমএসএমই দিবস-২০২৫ উদযাপন

    সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

    সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব এমএসএমই (মাই‌ক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প) দিবস-২০২৫ উপলক্ষে সারাদেশ থেকে সাত উদ্যোক্তা গ্রাহককে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি.। গতকাল (২৯ জুন) ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান’ শীর্ষক ওই অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেয় ব্যাংকটি।

    অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারী শতাধিক উদ্যোক্তা গ্রাহকদের উপস্থিতিতে উদ্যোক্তা উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। প্রাইম ব্যাংক ১১,৫০০-এরও বেশি সক্রিয় ঋণগ্রহীতার মধ্য থেকে ৬ জন এসএমই উদ্যোক্তা এবং ১ জন কৃষি খাতের উদ্যোক্তাকে বিশেষ এই সম্মাননা প্রদান করেছে। 

    প্রাইম ব্যাংক সবসময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে। মূলত উদ্যোক্তার পণ্যের বৈচিত্র্য, বার্ষিক রাজস্ব, নিয়োজিত জনবল, প্রাইম ব্যাংকের সাথে সম্পর্ক, উদ্যোক্তার ধরন (নারী/পুরুষ), উদ্যোগের ধরন (ম্যানুফ্যাকচারিং, সেবা, ট্রেডিং) ইত্যাদি মানদণ্ডের উপর ভিত্তিকে করে এসব এসএমই উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করেছে প্রাইম ব্যাংক।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওশাদ মোস্তফা, পরিচালক, এসএমইএসপিডি, বাংলাদেশ ব্যাংক এবং কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন মো. নাজিম হাসান সাত্তার, উপ-ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    প্রাইম ব্যাংক পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, ‘এসএমই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তারা দেশে কর্মসংস্থান সৃষ্টি করে, গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখে এবং আত্মনির্ভর বাংলাদেশের ভিত্তি গড়ে তোলে। এই খাতের বিকাশ মানেই সমৃদ্ধি, স্থিতিশীলতা ও সমান সুযোগের সমাজ গঠন। প্রাইম ব্যাংক অনেকদিন ধরেই এমএসএমই খাতের উন্নয়ন ও অর্থায়নে কাজ করছে। আমাদের ১৫০টিরও বেশি শাখা ও উপশাখার মাধ্যমে উদ্যোক্তাদের পাশে আছি। এই স্বীকৃতি উদ্যোক্তাদের আরও উদ্যমী করে তুলবে এবং দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ