সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • স্বপ্ন না দেখলে পরিবর্তন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস

    স্বপ্ন না দেখলে পরিবর্তন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পৃথিবীকে আরও সুন্দর ও টেকসই করে গড়ে তুলতে হলে প্রতিটি জাতিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ।

    শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে ‘১৫তম সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সম্মিলিত উদ্যোগ ও প্রতিশ্রুতির ওপর। সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়।”

    ড. ইউনূস বলেন, "সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্মিলনের দিন। বিগত সরকারের আপত্তির কারণে এই দিবস পালন করা যেত না। এবার ৫ আগস্টের পর প্রথমবারের মতো এটি উদ্‌যাপিত হলো।"

    তিনি বলেন, "বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবাসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা রয়েছে। এসব দূর করে একটি মানবিক, টেকসই ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে সামাজিক ব্যবসাই সবচেয়ে কার্যকর পথ। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনুদান নয়, দরকার টেকসই সামাজিক উদ্যোগ।"

    এবারের সোশ্যাল বিজনেস ডে’র প্রতিপাদ্য— ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা’।

    শিক্ষাব্যবস্থায় স্বপ্ন দেখানোর গুরুত্ব তুলে ধরে ইউনূস বলেন, "যে কোনো শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে স্বপ্ন দেখার ক্ষমতার ওপর ভিত্তি করে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গঠনে সহায়ক হবে।"

    তিনি আরও বলেন, "স্বপ্ন না দেখলে পরিবর্তন সম্ভব নয়। বিষণ্ন নয়, আমরা চাই একটি সুন্দর ও মানবিক বিশ্ব। নতুন সভ্যতা গড়ার সেই সাহস ও শক্তি আমাদের আছে।"

    উল্লেখ্য, এ বছরের আয়োজনজুড়ে রয়েছে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং আটটি ব্রেকআউট সেশন। ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জন বিদেশিসহ সহস্রাধিক ব্যক্তি এই আয়োজনে অংশ নিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন