সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া

    নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৪৩ দিনের বিরতির পর আবারও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে দায়িত্ব পালন শুরু করেছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগর ভবনে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ তাঁকে স্বাগত জানান।

    এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবু। তাঁরা প্রশাসক শাহজাহান মিয়াকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

    এর আগে ঢাকাবাসীর আন্দোলন সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান কর্মকর্তা-কর্মচারীদের নগর ভবনে ফেরার আহ্বান জানিয়েছিলেন। সোমবার থেকে সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে কাজ শুরু করলেও প্রশাসক এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তারা আসেননি।

    গত ১৪ মে ঢাকাবাসীর ব্যানারে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। এর মধ্যে আজই প্রথম নগর ভবনে এলেন প্রশাসক। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শাহজাহান মিয়া বলেন, “আমরা আর পেছনে তাকাতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করবো, বিশেষ করে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত সম্পন্ন করা হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন