সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • এনবিআর সংস্কারে বাধা দিতে সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন: সালেহউদ্দিন আহমেদ

    এনবিআর সংস্কারে বাধা দিতে সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন: সালেহউদ্দিন আহমেদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের পেছনে আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী কিছু ব্যবসায়ীর ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

    বুধবার (২৫ জুন) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা এনবিআরের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংস্কার কার্যক্রম শুরু করেছি। এতে করে যেসব অনিয়মের সুযোগ কমে যাচ্ছে, সেগুলো রক্ষার স্বার্থেই একটি মহল এই আন্দোলনে পেছন থেকে ইন্ধন জোগাচ্ছে।”

    উপদেষ্টা বলেন, “এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ার বা সুবিধায় কোনো অসুবিধা হবে না, বরং একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে তাদের মর্যাদা ও পদোন্নতি আরও ভালো হবে। তবে ভেতরের নানা বিষয় নিয়ে অনেকের ভুল ধারণা আছে, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।” তিনি আরও বলেন, আন্দোলনে কর্মচারীরা চাকরিবিধি লঙ্ঘন করছেন, তবে ধৈর্য ধরেই আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে চায় সরকার।

    এনবিআর কর্মকর্তাদের দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকাল ৫টায় অর্থ উপদেষ্টা বিসিএস (কর) এবং বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকের মাধ্যমে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা সংস্কারে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন উপদেষ্টা।

    উল্লেখ্য, রাজস্ব ব্যবস্থাপনায় অসঙ্গতি দূর করে স্বচ্ছতা আনতে মে মাসে দুটি নতুন অধ্যাদেশ জারি করা হলেও কর্মকর্তা-কর্মচারীরা তা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনকারীদের সঙ্গে আগে একাধিক আলোচনার পরও নতুন করে আন্দোলন শুরু হওয়ায় বৃহস্পতিবারের বৈঠকটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ