সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • কোরআন তিলাওয়াত শুনে কেঁদে ফেলেছিলেন মহানবী (সা.): কে ছিলেন তিনি?

    কোরআন তিলাওয়াত শুনে কেঁদে ফেলেছিলেন মহানবী (সা.): কে ছিলেন তিনি?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুমিনের হৃদয়ের প্রশান্তি ও আত্মার খোরাক কোরআন তিলাওয়াত। এর প্রতিটি আয়াতে রয়েছে অসীম জ্ঞান, দিকনির্দেশনা ও রহমতের বাণী। কোরআন তিলাওয়াতের মুগ্ধতা অন্তর বিগলিত করে, মনে প্রশান্তি আনে, আত্মা আলোকিত করে। নিয়মিত কোরআন তিলাওয়াত মোমিন জীবনে সার্থকতা এনে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে (সৎকাজে) ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে—তারা এমন ব্যবসার আশাবাদী; যা কখনো লোকসান হয় না, যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণগ্রাহী। (সুরা ফাতির: ২৯-৩০)

    প্রিয় নবী (সা.) বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। নামাজে, নামাজের বাইরে, রাতের আঁধারে, দিনের আলোতে তাঁর তিলাওয়াত চলত। হজরত আয়েশা (রা.) বলেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসুল এত দীর্ঘ সময় তিলাওয়াত করতেন—তাঁর পা মোবারক ফুলে যেত। (সহিহ মুসলিম, হাদিস ২৮১৯, ২৮২০)।

    মহানবী (সা.) শুধু নিজে তিলাওয়াত করতেন না—সাহাবিদের তিলাওয়াতও শুনতেন। কোরআন তিলাওয়াতের প্রতি তাঁদের উৎসাহ দিতেন। একবার নবীজি (সা.) আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-কে বললেন, ‘তুমি আমাকে একটু তিলাওয়াত করে শোনাও তো।’ তিনি বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ (সা.), আমি আপনাকে তিলাওয়াত শোনাব, আপনার ওপরই তো কোরআন অবতীর্ণ হয়েছে!’ নবীজি বললেন, ‘আমার মনে চাচ্ছে, কারও থেকে একটু তিলাওয়াত শুনি।’ এ শুনে ইবনে মাসউদ (রা.) সুরা নিসা তিলাওয়াত করতে শুরু করলেন। পড়তে পড়তে যখন ৪১ নম্বর আয়াত পর্যন্ত আসলেন-

    فَكَیْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍۭ بِشَهِیْدٍ وَّ جِئْنَا بِكَ عَلٰی هٰۤؤُلَآءِ شَهِیْدًا

    [সুতরাং (তারা ভেবে দেখুক) সেই দিন (তাদের অবস্থা) কেমন হবে, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং (হে নবী), আমি তোমাকে ওইসব লোকের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করব? -(সূরা নিসা: আয়াত ৪১)

    এতটুকু তিলাওয়াত করার পর নবীজি বললেন, ঠিক আছে। আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, নবীজি থামতে বলার পর আমি তার দিকে তাকিয়ে দেখি, তার দুচোখ বেয়ে অশ্রু ঝরছে। (সহিহ বুখারি, হাদিস, ৫০৫৫, ৪৫৮২, ৫০৪৯) (সহিহ্ বুখারি)

    প্রাত্যহিক জীবনে আমাদের উচিত পবিত্র কোরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। কেননা পরকালে পবিত্র কোরআন তার তিলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা কোরআন পাঠ করো। কেননা কিয়ামতের দিন কোরআন তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে।’ (সহিহ্ মুসলিম: ৮০৪)


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ