সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নির্বাচনী প্রতীক তালিকা চূড়ান্তে ইসির উদ্যোগ: বিতর্কে শাপলা ও নৌকা

    নির্বাচনী প্রতীক তালিকা চূড়ান্তে ইসির উদ্যোগ: বিতর্কে শাপলা ও নৌকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে নির্বাচনী প্রতীক তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনের ফলে নিবন্ধন ফিরে পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরোনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। পাশাপাশি দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য আরও অন্তত ৩১টি নতুন প্রতীক যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

    ইতোমধ্যে দল নিবন্ধনের আবেদন শেষ হয়েছে। এবার ১৪৭টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫০টি, যাদের মধ্যে ৪৪টি দলের প্রতীক সংরক্ষিত তালিকায় রয়েছে।

    ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনে সব মিলিয়ে শতাধিক প্রতীক সংরক্ষণের চিন্তা করছে কমিশন। ইতোমধ্যে রকেট, ফুলকপি, কেটলি, ট্রাক ও ঈগলসহ বেশ কয়েকটি নতুন প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হলেও সেগুলো এখনো তালিকাভুক্ত হয়নি।

    ২০১৭ সালে জামায়াতের নিবন্ধন বাতিল হলে তাদের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তালিকা থেকে বাদ দেওয়া হয়। তবে চলতি বছরের ১ জুন আদালতের আদেশে দলটি নিবন্ধন ফিরে পাওয়ার পর কমিশন তাদের প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

    নতুন দল ‘জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)’ শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে। তবে জাতীয় প্রতীকে শাপলা থাকায় সেটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে।

    সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক বলছেন, জাতীয় প্রতীক আইন অনুযায়ী শাপলা কেবল দাপ্তরিক কাজে ব্যবহার করা যাবে। তবে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, শাপলা এককভাবে নয়, জাতীয় প্রতীকের অংশ—তাই তা প্রতীক হিসেবে ব্যবহারে বাধা নেই।

    নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, শাপলা প্রতীক নিয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

    এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও সংক্ষিপ্ত তালিকায় ‘নৌকা’ প্রতীক থাকবে বলে জানিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “দলটির নিবন্ধন স্থগিত হয়েছে, প্রতীক সংরক্ষিত তালিকায় থাকতে তো অসুবিধা নেই।”

    নিবন্ধিত দলসমূহ সংরক্ষিত তালিকা থেকে প্রতীক বেছে নেয়। নতুন দলগুলোর জন্য যদি পছন্দের প্রতীক তালিকায় না থাকে, তাহলে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নতুন প্রতীক যুক্ত করা হয়। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একই প্রতীক চাইলে লটারি হয়, তবে দলের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

    ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সব কিছু যাচাই-বাছাই শেষে যেসব দল নিবন্ধনের শর্ত পূরণ করবে, কেবল তারাই প্রতীক পাবে।

    সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন