সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • অহিংস উপায়ে ‘মব’ বন্ধ করার চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

    অহিংস উপায়ে ‘মব’ বন্ধ করার চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অহিংসভাবে ‘মব’ বা জনতার উশৃঙ্খল আচরণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার (২৩ জুন) সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ঘিরে ‘মব জাস্টিস’-এর ঘটনাকে সরকার নিন্দা জানিয়েছে বলেও জানান তিনি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন পরিবেশ উপদেষ্টা।

    মব বন্ধ না হওয়ার কারণ হিসেবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আদর্শ পরিবেশে এই সরকার ক্ষমতা গ্রহণ করেনি। নন ভায়োলেন্স (অহিংস) ভাবে মব বন্ধ করার চেষ্টা করছে সরকার। সরকার শুধু বিবৃতি দিয়ে বসে থাকেনি। এ নিয়ে ব্যবস্থাও গ্রহণ করেছে।’

    পুলিশের ব্যাপারে উপদেষ্টা বলেন, পুলিশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। গেল ১০ মাস ধরে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সন্তুষ্ট হওয়া কঠিন।

    বৃক্ষরোপণ অভিযান নিয়ে ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, সরকারের গৃহীত পদক্ষেপের কারণে সেন্টমার্টিনের পরিবেশ ফিরতে শুরু করেছে।

    এর আগে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে তুলে ধরে উপদেষ্টা বলেন, খোলা বালু নিয়ে ঢাকা শহরে কোনো পরিবহন চলবে না। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে প্রথমবারের মতো পরিবেশ মন্ত্রণালয় ও বিআরটিএ এক সাথে অভিযান চালাবে।

    তিনি দাবি করেন, শপিং সেন্টারগুলো পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে। কাচাঁবাজারে পলিথিন আছে। এ জন্য পাটের ব্যাগ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুলাই থেকে অভিযান শুরু হবে।

    পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে এসেছে। মাস্টারপ্ল্যান করা হচ্ছে। বিকল্প জীবিকার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। দ্বীপটাকে বাচাতে চাই, এটা করতে পারলে সব আশঙ্কা দূর হয়ে যাবে।’

    উপদেষ্টা আরও জানান, শিল্পদূষণ রোধে প্রাধান্য দেওয়া হবে আগামী ৬ মাসে। এজন্য ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। টাঙ্গুয়ার হাওরে বেশি যান্ত্রিক বোট চলতে দেওয়া যাবে না। এজন্য কাজ চলছে। ডিসিকে বলা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন