সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে সীমিত করার প্রস্তাবে অনৈক্যে রাজনৈতিক দলগুলো

    প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে সীমিত করার প্রস্তাবে অনৈক্যে রাজনৈতিক দলগুলো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী পদে কোনো ব্যক্তি টানা ১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না—জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। তবে বিএনপিসহ তিনটি দল এই বিষয়ে ভিন্নমত পোষণ করেছে।

    বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, ‘আজকে সারা দিনের আলোচনা হয়েছে ২টি বিষয়ে। একটি প্রধানমন্ত্রীর মেয়াদ আরেকটি রাষ্ট্রের মূলনীতি।’  

    আলী রীয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ এবং বার নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর থাকতে পারবে এমন সিদ্ধান্তে উপনীত হওয়ার পর ৩টি দল তাতে ভিন্নমত পোষণ করেছে। বাকি সবাই একমত জানিয়েছে। দ্বিমত পোষণ করা দলগুলো হলো বিএনপি, এনডিএম এবং এলডিপি।’ 

    এর আগে সভা শুরুর আগে অধ্যাপক আলী রীয়াজ জুলাই সনদ দ্রুত প্রস্তুত করতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানান। বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে অনৈক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজস্ব দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান তিনি। 

    সে সময় আলী রীয়াজ বলেন, ‘কোনোটাতে আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুক। আপনারা এসেছেন, কিন্তু আরেকটু আগান। আমরা যতদ্রুত জুলাই সনদ, আমরা বলেছি এটা জুলাইয়ে করব। করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই জায়গাটা শেষ করতে পারি।’

    আলী রীয়াজ জানান, আগামী দু-দিন বৈঠক মুলতবি থাকবে বৈঠক। এই সময়ে রাজনৈতিক দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বানও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন