সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন

    শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মাদক বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে কড়া বার্তা।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের নবম সভায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
     
    বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যক্ষ ছালেহ আহমাদ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে মাদরাসা প্রধানদের অনুরোধ হলো।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ‘আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভার কার্যবিবরণীর ৫.৯ নং ক্রমিকের (ঙ), (চ), এবং ৫.১০ (চ) ক্রমিকের আলোচ্যসূচির আলোকে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে- শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে মাদক বিক্রয় ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে; নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে; মাদক সেবনকারীদের মধ্যে মাদকের কুফল সংক্রান্ত প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে; জনমানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 
     
    এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত পরিচালনা কমিটির কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করতে হবে; জুম্মার বয়ানে মাদকের কুফল সম্পর্কে বক্তব্য প্রদান নিশ্চিত করতে হবে; সামাজিক গণমাধ্যমে হিযবুত তাহরীর ন্যারোটিভস প্রচারণাগুলিকে একাডেমিক্যালি অনুসরণ করে তাদের অপপ্রচারের বিষয়ে বিজ্ঞজনদের নিয়ে কোরআনের আয়াত ও হাদিসগুলির সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদরাসা, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ওয়াজ, জুম্মার খুতবায় লাগাতার প্রচার করার পাশাপাশি সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করে সঠিক তথ্যভিত্তিক কাউন্টারন্যারোটিভ্স কার্যক্রম পরিচালনা করতে হবে।

    বোর্ডের আওতাধীন মাদরাসা প্রধান, পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় উপরোক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন