সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ইউআইইউ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

    ইউআইইউ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জের মুখে পড়েছেন।

    শনিবার (২১ জুন) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। পরে প্রায় সাড়ে ১০টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে বললে উত্তেজনা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী চাপ প্রয়োগ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয় বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে ‘বহিষ্কার প্রত্যাহার’ এবং ‘প্রশাসনের স্বেচ্ছাচারিতা’র প্রতিবাদ জানাচ্ছিলেন। কিন্তু সকাল ৯টার দিকে পুলিশ তাদের সরে যেতে বলে। শিক্ষার্থীরা সরে না দাঁড়ালে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

    আন্দোলনরত একাধিক শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বসে ছিলাম। কোনও ভাঙচুর বা সহিংসতা করিনি। অথচ পুলিশ এসে কোনও পূর্ব সতর্কতা ছাড়াই আমাদের মারধর করে, ধাক্কা দিতে দিতে সরিয়ে দেয়।’

    তিনি আরও বলেন, ‘এই ঘটনায় বোঝা যায়, প্রশাসন কেবল আমাদের মুখ বন্ধ করতেই চায়। আমাদের বহিষ্কার অন্যায়ভাবে করা হয়েছে, এটা বলারও সুযোগ দেওয়া হচ্ছে না।’

    এর আগে, ২৬ এপ্রিল তিন দফা দাবিতে আন্দোলন করেছিলেন ইউআইইউ শিক্ষার্থীরা। সেই আন্দোলনের পর প্রায় ৩০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, শুধু ফেসবুকে পোস্ট, মন্তব্য কিংবা মিম শেয়ারের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে এবং তাদের পরিবারকে হয়রানি করা হয়েছে।

    শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পর্যন্ত কোনও সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি। তারা ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেও সাড়া পাননি বলে দাবি করেছেন।

    লাঠিচার্জের ঘটনার পরও শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন