সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নির্বাচনের সময় নিয়ে ধৈর্যের পরামর্শ আমীর খসরুর

    নির্বাচনের সময় নিয়ে ধৈর্যের পরামর্শ আমীর খসরুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করে সময়মতো সিদ্ধান্ত নেবার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। এখনই অস্থির হওয়ার কিছু নেই। আমাদের একটু ধৈর্য ধরতে হবে।”

    মঙ্গলবার (১৭ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ সরকার বা আমরা কেউ ঠিক করব না, এটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। অস্থিরতা না দেখিয়ে আস্থার পরিবেশ তৈরি করতে হবে।’

    এর আগে, ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন আমীর খসরু ও শামা ওবায়েদ।

    নির্বাচনের সময়কাল নিয়ে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে ঈদের আগেই ভোট অনুষ্ঠানের বিষয়ে ঐকমত্য হলেও নির্দিষ্ট দিন-তারিখ এখনও অনিশ্চিত। এ বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক জাতির মধ্যে একটা আশার সঞ্চার করেছে। আমরা একমত হয়েছি রমজানের আগেই নির্বাচন হওয়া উচিত। সরকারও হয়তো সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।’

    ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে কোর্টের রায় থাকা সত্ত্বেও ইশরাক হোসেনকে শপথ নিতে না দেয়ার বিষয়েও প্রতিক্রিয়া দেন তিনি। বলেন, ‘দেখি সরকার কী করে। তারা তো বলে আইনের শাসনে বিশ্বাস করে। আমরাও চাই তারা সেই বিশ্বাস অনুযায়ী কাজ করুক। এটাতেও ধৈর্য রাখতে হবে।’

    বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রাজিলের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক দেশই নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়। ব্রাজিলও তার ব্যতিক্রম নয়।’

    আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নে খসরু বলেন, ‘বাংলাদেশের নির্বাচন একান্তই অভ্যন্তরীণ বিষয়। বৈশ্বিক ঘটনাপ্রবাহ আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না বলেই আমরা বিশ্বাস করি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন